অনলাইন বা ডিজিটাল মার্কেটিং -এর যুগে নিজস্ব ব্র্যান্ড বা ব্যবসা প্রতিষ্ঠানকে জনগণের কাছে সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর পাশাপাশি আধুনিক, সময়োপযোগী ও বহুমুখী একটি Website থাকা অত্যন্ত জরুরী। মনে রাখতে হবে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্র্যান্ড বা ব্যবসাকে শুধুমাত্র সুপরিচিত করতে পারে কিন্তু একটি মানসম্পন্ন Website যেকোনো ব্র্যান্ড বা ব্যবসাকে সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত দুটোই করতে সক্ষম!
সুতরাং আর কালক্ষেপণ নয়! অত্যন্ত সফল পূর্ব অভিজ্ঞতার আলোকে GMICT Computer Training Institute তাঁর Active Services -এর আওতায় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য Design করে থাকে নানা ধরনের আকর্ষণীয় সব Website! শুধু তাই নয়! গ্রাহকের চাহিদা অনুযায়ী Website -এর জন্য প্রয়োজনীয় Domain ও Hosting -এর ব্যাবস্থাও প্রতিষ্ঠানটি নিজেই করে থাকে!
ঠিকানাঃ- বাড়ি নং-৮ (দ্বিতীয় তলা), প্রধান সড়ক (শিয়া মসজিদ হতে পশ্চিম দিকে), মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
যোগাযোগঃ- মোঃ রফিকুল ইসলাম, মোবাইল নম্বর- 01712801147 (ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার -এ সক্রিয়)