প্রথমত মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং দ্বিতীয়ত প্রতিষ্ঠানটির রয়েছে বেশকিছু অনন্য বৈশিষ্ট্য! যেমনঃ-১. ১০০% প্রশিক্ষণ নিশ্চয়তা!২. মাসের যেকোনো দিন নতুন কোর্সে ভর্তির সুযোগ!৩. স্বাস্থ্যবিধি মেনে প্রযুক্তি নির্ভর ক্লাসের ব্যবস্থা!৪. মেধা বিবেচনায় বিভিন্ন ব্যাচে স্বতন্ত্র প্রশিক্ষণ পদ্ধতির প্রয়োগ!৫. সর্বশেষ ভার্সনের প্রোগ্রাম ও সফটওয়্যার!৬. আধুনিক কোর্স ম্যানুয়েল!৭. ইংরেজি ও বাংলা উভয় মাধ্যমে সেরা প্রোগ্রাম শীট!৮. উচ্চ ক্ষমতাসম্পন্ন ও দ্রুততম কম্পিউটার সমুহের ব্যবহার!৯. সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম!১০. উন্নত প্রজেক্টর ভিত্তিক ক্লাসের সুবিধা!১১. উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট ও ওয়াইফাই!১২. সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা!১৩. প্রতিটি কোর্সে ভর্তির তারিখ হতে পরবর্তী ৬ মাস পর্যন্ত বিশেষ ওয়ারেন্টি!১৪. কোর্স শেষে সার্টিফিকেট প্রাপ্তির নিশ্চয়তা!১৫. নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জনের জন্য স্বল্প ব্যয়ে মানসম্পন্ন ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার ক্রয়ের সুবিধা! ঠিকানাঃ- বাড়ি নং-৮ (দ্বিতীয় তলা), প্রধান সড়ক (শিয়া মসজিদ হতে পশ্চিম দিকে), মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। যোগাযোগঃ- মোঃ রফিকুল ইসলাম, মোবাইল নম্বর- 01712801147 (ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার -এ সক্রিয়)
আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি! ১০০% প্রশিক্ষণ নিশ্চয়তা! আমরাই প্রথম!
ঢাকার মোহাম্মদপুর শিয়া মসজিদ পার্শ্ববর্তী সম্পুর্ণ আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত GMICT Computer Training Institute -এ Microsoft Office Application 2024, Data Entry & Lead Generation 2024, Advanced Graphic Design